
নিউজ ডেস্কঃ একের পর এক খবরের শিরোনাম হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও এর সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। সম্প্রতি মেসির বার্সা ছেড়ে যাওয়া নিয়ে আলোচনার তুঙ্গে বার্সেলোনা। আর ক্লাব সভাপতির সঙ্গে তো এক রকম মনোমালিন্য চলছে লিওনেল মেসির। মেসির বার্সা ছাড়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন খোদ বার্তেমেউ নিজেই। এবার নতুন করে আলোচনায় এলেন বার্সা সভাপতি বার্তেমেউ। ইতিবাচক নয় শিরোনাম হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে কাতালান পুলিশ। দুর্নীতির আশ্রয় নিয়ে ক্লাবের অর্থ দিয়ে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করেছেন বলে স্প্যানিশ দৈনিক এল মুন্ডো এ খবর নিশ্চিত করেছে। জানা যায়, এর আগেও নানা দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বার্তেমেউ। ২০১৭ সালে ক্যাম্প ন্যুয়ে নিজের আধিপত্য বিস্তার ও ভাবমূর্তি উজ্জ্বল করতে আইথ্রি নামের এক গণসংযোগ প্রতিষ্ঠানকে অর্থ দিয়েছিলেন বার্তেমেউ। উদ্দেশ্য ছিল বার্সা কিংবদন্তিদের নামে অপপ্রচার চালানোর।