News71.com
 Sports
 04 Sep 20, 10:46 AM
 517           
 0
 04 Sep 20, 10:46 AM

বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়॥ বিরাট কোহলি

বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়॥ বিরাট কোহলি

স্পোর্টস ডেস্কঃ বাবা হওয়ার অনুভূতি একেবারেই ভিন্ন। ভাষায় প্রকাশ করার মত নয়। এমনটি জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানান, অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সন্তানকে স্বাগত জানাতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এবারো অধিনায়কত্ব করবেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় এবারের আইপিএল কিছুটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন কোহলি।সন্তানের বাবা হতে যাচ্ছেন বিরাট কোহলি। ক'দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর নিজেই জানান ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আনুশকার সন্তানসম্ভবা হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হন এই দম্পতি।সুখবর সঙ্গে নিয়েই আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে কোহলি। অধিনায়কত্ব করবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। সেখানেই কথা বলেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। জানান, বাবা হওয়ার অনুভূতি ভাষায় বোঝানোর মত নয়।বিরাট কোহলি বলেন, 'এই অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। অন্যরকম এক ভালোলাগা কাজ করে। যখন আমরা জানতে পারলাম আমাদের সন্তান আসার খবর। তখন মনে হয়েছে সবচেয়ে সুখী মানুষ আমরা। আর এই সুখবর সবার শেয়ার করার পর এত ভালোবাসা পেয়েছি সবার। কি বলবো। খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এখন অপেক্ষা করছি আমাদের নতুন সদস্যের জন্য।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন