
স্পোর্টস ডেস্কঃ কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে লিওনেল মেসির বাবা ও ক্লাব বার্সেলোনা সভাপতির আলোচিত সভা। দেড় ঘণ্টার মিটিংয়ে নিজেদের অবস্থানে অনড় ছিলো বার্সা কর্তৃপক্ষ। আবারও আর্জেন্টাইন তারকার ফ্রি ট্র্যান্সফারের প্রস্তাব তুলে ধরেন হোর্হে মেসি। তবে, সেটি প্রত্যাখ্যান করে দুই বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সা।মায়ার প্রাচীরে শেওলা ধরেছে। চিরাচরিত অভিবাদনের জায়গায় এখন চোখজুড়ে ধূমায়িত ক্ষোভ। কে নেভাবে আগুন? ক্রমশ জট বাঁধে। সুরাহা হয়না। ধারণা করা হচ্ছিলো, লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি ও ক্লাব বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তোমিউয়ের মিটিং থেকেই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে। কিন্তু, রোজারিও থেকে বার্সেলোনায় ভ্রমণের ঝক্কি একরকম বৃথাই গেছে হোর্হের। দেড় ঘণ্টার মিটিংয়ে ছিলেন লিও'র ভাই ও উপদেষ্টা রদ্রিগো মেসিও। আর বার্তোমিউয়ের সঙ্গে ছিলেন বার্সা পরিচালক হাভিয়ের বোর্দাস।বার্তোমিউ নাকি কড়া কড়া কথাই শুনিয়ে দিয়েছেন। নিয়মানুযায়ী নাকি অনুশীলনে ফেরার কথা লিও'র। এমনকি ট্র্যান্সফারের ব্যাপারে কোনোরকম ছাড় দেবেনা তারা। ফ্রি ট্র্যান্সফারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কাতালান ক্লাবটি। মলিন চেহারা নিয়ে ফিরে গেছেন মেসি পরিবারের সদস্যরা। ক্লাবে প্রবেশের সময় গণমাধ্যমকে ছোট্ট করে বলা হোর্হের কয়েকটা শব্দেই পরিস্থিতি অনুমান করা যায়। ডিফিসিল, স্প্যানিশ শব্দটার বাংলা অর্থ দাঁড়ায়- কঠিন। কাতালোনিয়ায় আর্জেন্টাইন তারকা থাকছেন কি না, সে প্রশ্নেরই এই নির্লিপ্ত উত্তর হোর্হে মেসির। এ উত্তর শেল হয়ে বিঁধেছে কাতালান সমর্থকদের হৃদয়ে।