News71.com
 Sports
 02 Sep 20, 08:13 AM
 1063           
 0
 02 Sep 20, 08:13 AM

টোকিও অলিম্পিকের শিখা প্রজ্বলিত মশাল উন্মোচন॥

টোকিও অলিম্পিকের শিখা প্রজ্বলিত মশাল উন্মোচন॥

 

স্পোর্টস ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো টোকিও অলিম্পিক গেমসের শিখা প্রজ্বলিত মশাল। টোকিও-র ন্যাশনাল স্টেডিয়ামের কাছেই আপাতত রাখা হয়েছে এটি। জাপানের অলিম্পিক জাদুঘরে ২ মাস শোভা পাবে মশালটি। করোনার কারণে এতদিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি অলিম্পিক গেমসের এ মশাল। অনেক যদি কিন্তুর পর শেষপর্যন্ত ঠিক হয়েছে ২০২১ সালে গড়াবে টোকিও অলিম্পিকস ও প্যারাঅলিম্পিকস। এবার গেমসের মশাল উন্মোচনের পর তা আরো দৃঢ় হলো। যদিও এখন পর্যন্ত জাপানের প্রায় ৫০ শতাংশ নাগরিকই চান না দেশটিতে অলিম্পিক গেমস হোক। গেলো মার্চে গ্রিস থেকে অলিম্পিকের শিখা প্রজ্বলিত মশাল টোকিওতে পৌঁছায়। তবে, করোনার কারণে অলিম্পিক গেমস স্থগিত হওয়ায় এতদিন তা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি। টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামের কাছেই ছোট এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় অলিম্পিকের গেমসের মশাল প্রজ্বলিত শিখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিক কমিটির কর্মকর্তারা। এ মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে টোকিও অলিম্পিক গেমসে এক নতুন মাত্রা যোগ হলো বলে মত তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন