
স্পোর্টস ডেস্কঃ প্রিয় ক্লাবের সঙ্গে দলবদল সংক্রান্ত যেসব ঝামেলা তৈরি হয়েছে তাতে কোনোভাবেই জড়াতে চান না লিওনেল মেসি। তবে ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অটল থাকছেন তিনি। আর সে হিসেবে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি আর্জেন্টাইন সুপারস্টার। গেল মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে মেসি কর্তৃপক্ষকে জানিয়েছেন, ন্যু ক্যাম্পের সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করতে চান তিনি। গেল কয়েক মাস ধরেই ক্লাবের সঙ্গে বিরোধ চলছিলো ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলারের। ক্লাব সভাপতির বেশকিছু সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ ছিলেন তিনি। বিশেষ করে নেইমারকে বিক্রি করা এবং আবারো কিনতে ব্যর্থ হওয়া, মৌসুমের শুরুতেই কোচ আর্নেস্তো ভালভার্দেকে বহিষ্কারসহ নানা ঘটনার প্রতিবাদ জানান মেসি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের হারের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন মেসি। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পরই নানা আইনি ঝামেলা চলে আসে সামনে। আগামী বছর পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি আছে মেসির। সে হিসেবে ক্লাব তাকে ছাড়তে না চাইলে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথাও যেতে পারবেননা ৬ বারের ব্যালন ডি অর জয়ী তারকা। তাছাড়া ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানানোর সময়ও পেরিয়ে এসেছেন মেসি, এমন যুক্তি তুলে ধরা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।