News71.com
 Sports
 28 Aug 20, 11:36 AM
 1003           
 0
 28 Aug 20, 11:36 AM

ক্রিকেট॥দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মোর বরখাস্ত

ক্রিকেট॥দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মোর বরখাস্ত

স্পোর্টস ডেস্কঃ চাকরি হারালেন ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোর। সাময়িক বরখাস্ত হয়ে থাকা থাবাংকে অসদাচরণের কারণে বরখাস্তই করেছে সিএসএ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিএসএ এক বিবৃতির মাধ্যমে জানায় নতুন প্রধান নির্বাহীর নিযোগ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দয়িত্ব পালন করবেন কুগান্দ্রি গোভেন্দার। ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই সাময়িক বরখাস্ত হয়ে ছিলেন থাবাং। চলতি মাসের ১৯ তারিখ থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন গোভেন্দার। এর আগে গত ১৫ আগস্ট ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান ক্রিস নেনজানি। প্রশাসনিক ঝামেলার কারণে নেনজানি চাপের মুখে ছিলেন। সেজন্য সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন