News71.com
 Sports
 26 Aug 20, 11:54 AM
 568           
 0
 26 Aug 20, 11:54 AM

ক্রিকেট॥ অ্যান্ডারসনের ইতিহাস গড়ার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের সিরিজ জয়

ক্রিকেট॥ অ্যান্ডারসনের ইতিহাস গড়ার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ সিরিজের শেষ টেস্টের পঞ্চম দিনের শুরু থেকেই বৃষ্টি। এই বৃষ্টি যেন আশীর্বাদ হয়েই এলো পাকিস্তানের জন্য। ফলোঅনে পড়ে হারের শঙ্কায় ছিল তারা। বৃষ্টি বাঁচিয়ে দেয় আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে। শেষ পর্যন্ত সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বস্তির ড্র করে আজহার আলির দল। তবে প্রথম টেস্ট জয়ের সুবাদে তিন ম্যাচের এই সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে বৃষ্টি বাঁধায় প্রথম দুই সেশনের খেলা মাঠে গড়ায়নি। শেষ সেশনে গিয়ে খেলা শুরু হলে ফলোঅনে পড়া পাকিস্তান বাবর আজমের অপরাজিত অর্ধশতকের ইনিংসে ভর দিয়ে ৪ উইকেটে তোলে ১৮৭ রান। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) টেস্টের শেষ দিনে ৫৯৯ উইকেট নিয়ে খেলা শুরু করেন অ্যান্ডারসন। ব্যক্তিগত তৃতীয় ওভারেই আজহার আলিকে ফিরিয়ে অপেক্ষার অবসান ঘটান। পৌঁছে যান অনন্য এক মাইলফলকে। ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্যারিয়ারে নেন ৬০০তম উইকেট।দিনের শুরুতে আসাদ শফিককে ফেরান জো রুট। কিন্তু অন্য প্রান্তে থিতু হওয়া বাবর আজম ফাওয়াদ আলমকে নিয়ে ছন্দ ফেরান ম্যাচে। কিন্তু শেষরক্ষা হয়নি। ড্র মেনেই মাঠ ছাড়েন দু'দলের অধিনায়ক।বাবর আজম অপরাজিত থাকেন ৬৩ রানে। ইংলিশদের হয়ে প্রথম ইনিংসে পাঁচ এবং দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেন অ্যান্ডারসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন