News71.com
 Sports
 25 Aug 20, 07:33 PM
 1128           
 0
 25 Aug 20, 07:33 PM

ক্রিকেট॥ আইপিএল শুরুর আগেই নতুন বোলিং কোচ পেল দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট॥ আইপিএল শুরুর আগেই নতুন বোলিং কোচ পেল দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্কঃ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরের আগে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটাল। সাবেক অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসকে নিয়োগ দিয়েছে দলটি। অস্ট্রেলিয়ান জেমস হোপসের বদলি হিসেবে দিল্লি শিবিরে যোগ দেবেন হ্যারিস।চলতি বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৪১ বছর বয়সী সাবেক অলরাউন্ডার হোপস। এরপর থেকে বোলিং কোচের খোঁজ করছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। অবশেষে সাবেক ডানহাতি পেসার হ্যারিসের সঙ্গে চুক্তি করলো তারা।এর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে হ্যারিসের। তবে এবার আর বোলার নন বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। দিল্লি শিবিরে যোগ দেয়ার আগে হ্যারিস বলেন, ‘আমি আইপিএলে ফিরতে পেরে বেশ আনন্দিত। ফ্র্যাঞ্চাইজিটিকে আইপিএল শিরোপা এনে দেয়ার ক্ষেত্রে এটা অনেক বড় সুযোগ আমার জন্য। দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপ দুর্দান্ত এবং তাদের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন