News71.com
 Sports
 25 Aug 20, 11:08 AM
 538           
 0
 25 Aug 20, 11:08 AM

পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার কড়া সমালোচনা করলেন আমির সোহেল॥

পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার কড়া সমালোচনা করলেন আমির সোহেল॥

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের সঙ্গে টেস্টে সিরিজে পাকিস্তান দলের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক আমির সোহেল। দল নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন পিসিবিকে। সে সঙ্গে প্রধান নির্বাচক মিসবাহ উল হকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আমির। বাংলাদেশের মত দলের সঙ্গে জিতলেই অতিরিক্ত উদযাপন করে পাকিস্তান। বিষয়টা লজ্জাজনক বলেও মন্তব্য করেন আমির। আজহার আলীদের সমালোচনা করতে যেয়ে বাংলাদেশকে খাটো করেন তিনি। তবে, পরক্ষণেই আবার নিজের মন্তব্য পরিবর্তন করে টাইগারদের প্রশংসাও করেন আমির সোহেল।২০১০ সালে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিলো ইংল্যান্ড। এরপর বেশ কয়েকবার জয়ের কাছে এসেও হাত ফসকে গেছে ইংলিশদের সিরিজ জয়ের স্বপ্ন। দীর্ঘ দশ বছর পর আবারো জয়ের কাছে সিলভারউড শীষ্যরা। ম্যানচেস্টারে প্রথম টেস্টে ইংল্যান্ডের সঙ্গে সমানতালে লড়াই করেছিলো পাকিস্তান। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় জো রুটরা।সাউদাম্পটনে দ্বিতীয় টেস্টে বাধ সাধে বৃষ্টি। সমতা ফেরানোর আশায় শেষ টেস্টে বুক বেধে ছিলো আজহার আলীরা। কিন্তু এ টেস্টেও ব্যর্থ পাকিস্তান দল। বোলারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে জ্যাক ক্রলি ২৬৭, জস বাটলার করেন ১৫২ রানের ইনিংস। ব্যাটসম্যানরাও চরম ব্যর্থ অ্যান্ডারসনদের কাছে। দলের এমন বাজে পারফরমেন্সে ক্ষেপেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক আমির সোহেল। পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল বলেন, ইয়াসির শাহ, নাসিম শাহ ছাড়া কারো খেলা দেখেই মনে হয়নি ওরা ম্যাচ জয়ের চেষ্টা করছে। আজহার আলী ছাড়া ব্যাটসম্যানরাও নামের প্রতি সুবিচার করেননি। আমি বুঝতে পারছিনা এতটা বাজে খেলার কারণ কি? ইংল্যান্ডের সঙ্গে আমরা সব সময় ভাল খেলে এসেছি। তাহলে এবার পারছি না কেন? এত খারাপ করবে দল তা আমি স্বপ্নেও ভাবিনি।দলের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হককেও ধুয়ে দিয়েছেন আমির সোহেল। সে দলের সঙ্গে ইংল্যান্ডে থেকে কি করছে? সে সম্পর্কেও জানতে চান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন