স্পোর্টস ডেস্কঃ ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় বিরক্ত লিওনেল মেসি ছাড়তে চাইছেন বার্সেলোনা। অন্যদিকে ফাইনালের মঞ্চে উঠেও পিএসজির চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করা হলো না । এতে করেই যেন দুই দুইয়ে চার মিলে গেল। আর তাইতো হতাশা শেষে দলকে আরও শক্তিশালী করতে মেসিকে স্বাগতম জানাচ্ছেন কোচ টমাস টুখেল। বার্সা অখুশী মেসিকে দু’হাত ভরে স্বাগতম জানাবেন টুখেল। যেখানে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের ভরাডুবি হয় বার্সা। এছাড়া এই মৌসুমে কোনো শিরোপাই ঘরে তুল পারেনি কাতালানরা। এদিকে রোববার রাতে লিসবনে সেই বায়ার্নের কাছেই ১-০ গোলে হেরে প্রথম শিরোপা ছোঁয়া হলো না পিএসজির। আর ষষ্ঠবার চ্যাম্পিয়নের মুকুট পরেছে বায়ার্ন।অন্যদিকে পিএসজি এমন এক ক্লাব যারা মেসিকে দলে ভেড়ানোর সামর্থ্য রাখে।যেখানে মেসির বয়স ৩৩ হলেও তাকে না আনার কোনো কারণ দেখেন না টুখেল।টুখেল বলেন, ‘তাকে (মেসি) খুব করে স্বাগতম জানাচ্ছি! আমরা এই মৌসুমে অনেকগুলো খেলোয়াড় হারিয়েছে এবং থিয়াগো সিলভা ও এরিক ম্যাক্সিম চুপো-মোটিংও চলে যাচ্ছে। দলকে শক্তিশালী করতে আমাদের এখন ট্রান্সফার উইন্ডোর দিকে নজর দিতে হবে।’