স্পোর্টস ডেস্কঃ আইপিএল মাঠে গড়ানোর মাসখানেক আগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে সব দল। বিশেষ বিমানে আমিরাতে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। আমিরাতে পৌঁছেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সও। এদিকে, ইতোমধ্যে সে দেশে অনুশীলন শুরু করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। পেশাদার ক্রিকেটারদের ব্যাগ গোছানোই থাকে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক আইপিএলের ম্যাচ খেলতেও ক্রিকেটাররা ছোটেন ভারতের শহর থেকে শহরে। তবে, এবারের ছুটে চলা অন্যরকম। মাস্ক-ফেইসশিল্ড এখন সবসময়ের সঙ্গী। ব্যাগে ঠাঁই পেয়েছে হ্যান্ড স্যানিটাইজার। করোনা মহামারিতে বদলে যাওয়া ক্রিকেটের যুগে গন্তব্য সংযুক্ত আরব আমিরাত।১৯ সেপ্টেম্বর মরুর বুকে গড়াবে এবারের আইপিএল। দীর্ঘ বিরতির পর শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমজমাট আসর মাঠে গড়ানোর মাস খানেক আগেই দলগুলো পৌঁছে গেছে আমিরাতে।এই প্রজন্মের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি এখানেও আগ্রহের কেন্দ্রে। বিলাসবহুল চার্টার্ড বিমানে ভারত ছেড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক। তার আগে মুম্বাইয়ে কোয়ারেন্টিনে থেকেছেন, করিয়েছেন করোনা পরীক্ষাও। তবে, দলের বাকি সদস্যরা গেছেন আলাদা বিমানে।