News71.com
 Sports
 24 Aug 20, 11:53 AM
 485           
 0
 24 Aug 20, 11:53 AM

শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেলে সেরাটা দিতে চান ‍রুবেল॥

শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেলে সেরাটা দিতে চান ‍রুবেল॥

 

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সফরে স্কোয়াডে সুযোগ পেলে নিজের সেরা দিয়ে ভালো কিছু করতে চান পেসার রুবেল হোসেন। মিরপুরে তৃতীয় দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন তিনি। তবে লম্বা সময় পর মিরপুরে অনুশীলন করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন রুবেল। তবে সবার আগে ফিটনেস ঠিক করে পুরনো রিদমে ফেরার প্রত্যয় তার।ভাদ্রের সকালেও, শ্রাবণের রেশ। মিরপুরের আকাশে এই রোদের, তো ক্ষণিক বাদেই বৃষ্টির ঘনঘটা। হোম অফ ক্রিকেটের সবুজ ক্যানভাসে ব্যক্তিগত অনুশীলনে ক্রিকেটাররা।বেরসিক বৃষ্টির সঙ্গে সখ্যতা করেই শুরু হলো এদিনের অনুশীলন। ফিকচার অনুযায়ী রোববার সকাল থেকে একে একে মূল মাঠে রানিং করলেন ইমরুল, সাদমান, মমিনুলরা। এক পলক দেখা গেলো তামিম, মাহমুদুল্লাহকে।আল-আমিন বরাবরই ফিটনেস নিয়ে সচেতন। শফিউলও রিদমে ফেরার চেষ্টারত। লম্বা সময় রানিং করলেন ফিজিওর সাথে। তিন দিন হলো অনুশীলনে যোগ দিয়েছেন পেসার রুবেল হোসেন।একাডেমি মাঠে বোলিং করলেন। তবে বড় স্বস্তি হোম অফ ক্রিকেটে ফিরতে পেরে।রুবেল হোসেন বলেন, করোনাকালে ক্রিকেটারদের আসলে তেমন কিছুই করার ছিল না। তবে যে যার মতো করে ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছি।সবার চিন্তায় লঙ্কা সফর। তবে তার আগে ফিরতে পুরনো ছন্দে। লক ডাউনে থেকে কিছুটা মরচে পরেছে ফিটনেসে। তাই চেষ্টা নিজেকে ফিরে পাবার। তবে শ্রীলঙ্কা সফর নিয়েও পরিকল্পনা রয়েছে এই পেসারের।রুবেল বলেন, সামনে আমাদের শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ। আমরা সবাই আশাবাদী যে খুব ভালোভাবে সিরিজটা হবে। আমার প্রথম টার্গেট দলে সুযোগ পাওয়া এবং পেলে সেটাকে খুব ভালোভাবে কাজে লাগানো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন