
স্পোর্টস ডেস্কঃ নতুন সূচি অনুযায়ী শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের চতুর্থ ধাপের অনুশীলন। বৃষ্টি বিঘ্নিত অনুশীলনে মিরপুরে মাঠে রানিং করেছেন শুধু ওপেনার তামিম ইকবাল। সকাল সাড়ে ৮টায় একাডেমি মাঠে আসেন মুশফিকুর রহিম। কিন্তু রানিং শুরু করার আগেই বৃষ্টি শুরু হয়। এরপর ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন মুশফিক। মাঝে তার সঙ্গে যোগ দেন সাদমান ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বৃষ্টি থাকায় এই দুই ক্রিকেটার মাঠে রানিং করেননি। এরপর সাড়ে দশটার দিকে মাঠে আসেন তামিম। বৃষ্টির মাঝেই বেশ কিছুক্ষণ রানিং করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। উইকেট ভেজা থাকায় এদিন একাডেমি মাঠে বোলিং অনুশীলন করতে পারেনি সূচিতে থাকা বোলার মোস্তাফিজুর রহমান, তাসকিন, তাইজুল, শফিউল কেউই।আবহাওয়া খারাপ থাকায় মাঠে রানিং করতে পারেননি কোনো নারী ক্রিকেটারও।