News71.com
 Sports
 22 Aug 20, 01:17 PM
 1001           
 0
 22 Aug 20, 01:17 PM

দ্রুততম ৩০০ উইকেটের মাইলফলক গড়লেন আফগান ক্রিকেটার রশিদ॥

দ্রুততম ৩০০ উইকেটের মাইলফলক গড়লেন আফগান ক্রিকেটার রশিদ॥

স্পোর্টস ডেস্কঃ ফ্যাঞ্চাইজি ক্রিকেটে আফগান লেগ স্পিনার রশিদ খানের জনপ্রিয়তা তুমুল। বিশ্বের প্রায় সব লিগে খেলে ফেলেছেন এই আফগান স্পিনার। ধারাবাহিক পারফরমেন্সে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়।গড়ছেন একর পর এক রেকর্ড। এবার টি-টোয়েন্টি ইতিহাসের অষ্টম বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন রশিদ। এই ফরমেটে ৩০০ উইকেট নেয়া সর্বকনিষ্ঠ বোলারও তিনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়ার বিপক্ষে ২ উইকেট নিয়ে এই মাইলফলকে নাম লেখান রশিদ। যদিও বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তার দল বার্বাডোস ট্রাইডেন্টস।২১ বছর ৩৩৫ দিন বয়সে ৩০০ টি-টোয়েন্টি উইকেট দখল করেছেন রশিদ। এই ক্লাবে ঢুকতে সবচেয়ে কম ম্যাচ (২১৩) লেগেছে এই আফগান স্পিনারের। রশিদের আগে ৩০০ উইকেটের ক্লাবে যোগ দিয়েছেন আরও সাতজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন