News71.com
 Sports
 21 Aug 20, 09:45 PM
 599           
 0
 21 Aug 20, 09:45 PM

ক্রিকেট॥ বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি

ক্রিকেট॥ বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নেইল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন এই প্রোটিয়া কোচ।বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিকে বিষয়টি জানান ম্যাকেঞ্জি।ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান। তিনি বলেন, হ্যাঁ, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। শুধুমাত্র পরিবারের সঙ্গে আরেকটু বেশি সময় দেয়ার জন্য। তবে বাংলাদেশের ওপর কোনধরণের ক্ষোভ থেকে এমন সিদ্ধান্ত যে নেননি ম্যাকেঞ্জি, সেটিও পরিষ্কার করেছেন তিনি। বলেছেন, টাইগারদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। বাংলাদেশ ক্রিকেটের প্রতি সবসময়ই একটা টান অনুভব করবো। যাদের সঙ্গে কাজ করেছি তারাও বেশ ভালো।২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন ম্যাকেঞ্জি। খুব দ্রুতই তিনি সফলতার দেখা পান। মূলত তামিম-মুশফিকদেরকে 'স্কিল হিটিংয়ে' মনোযোগী হবার পরামর্শ দেন তিনি। টাইগার ব্যাটসম্যানদের প্রধান সমস্যা ডট বল থেকে পরিত্রান পেতে প্রতিটি বলে স্ট্রাইক রোটেট করার উপায় বাতলে দিচ্ছিলেন ম্যাকেঞ্জি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন