
স্পোর্টস ডেস্কঃ লক্লাবের সুদিন ফেরাতে আত্মবিশ্বাসী বার্সেলোনার নতুন কোচ। হারানো সম্মান পুনরুদ্ধারে দলের কয়েকজন ফুটবলারকে ছাঁটাই করতে হবে বলেও জানিয়েছেন রোনাল্ড কোম্যান। লিওনেল মেসির মতো বিশ্ব সেরা খেলোয়াড়কে দলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, তাই আর্জেন্টাইন এই তারকা বার্সা না ছাড়লেই খুশি হবেন এই ডাচ ম্যান। আর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসে কোম্যান জানালেন, কাতালানদের কোচের দায়িত্ব পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে তার।কে বসছেন ন্যু ক্যাম্পের ডাগআউটে? বার্সা সমর্থকদের এমন উদ্বেগ আর কল্পনার ইতি হলো। ক্লাব প্রেসিডেন্ট বার্তোমিউ'র ঘোষণার ২৪ ঘন্টার ব্যবধানেই আনুষ্ঠানিকভাবে কাতালানদের দায়িত্ব বুঝে নিলেন রোনাল্ড কোম্যান।কোনো অঘটন না ঘটলে ২০২২ সাল পর্যন্ত বার্সার সেনাধ্যক্ষ হিসেবে বহাল থাকবেন ক্লাবটির সাবেক এই ফুটবলার।
কোচ কোম্যানের কাছে ব্যাপারটা তাই অনেকটা ঘরে ফেরার মতো। তবে ফিরে খুব একটা স্বস্তিতে নেই। কেননা যে ক্লাবের ইতিহাস এতোটা সমৃদ্ধ, তাদের এই বেহাল দশা তো মেনে নেয়া যায় না। সুদিন ফেরাতেই হবে। এটাই চ্যালেঞ্জ। সাধারণ সমর্থকরাও বোঝেন, ঢেলে সাজাতে হবে দলটা। এসেই ইঙ্গিতটা দিলেন কোম্যান। দায়িত্ব নিয়েই কোম্যান বলেন, আমার মতে, কোনো বিপ্লব ঘটানোর প্রয়োজন নেই। শুধু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে সিদ্ধান্ত দলের জন্য, ফুটবলারদের জন্য, ম্যানেজমেন্টের জন্য কিংবা সমর্থকদের জন্যও সর্বোত্তম। এটা খুবই স্বাভাবিক যে ফুটবলারদের জন্য বয়স একটা বড় বাধা। ক্লাবের প্রয়োজনে হয়তো কিছু খেলোয়াড়কে বিদায় জানাতে হবে। তবে সেটা অত্যন্ত সম্মানের সঙ্গেই করা উচিত। গত সপ্তাহে বায়ার্নের ম্যাচে যে মানহানী হয়েছে, সেটাকে যে কোনো মূল্যেই শুধরাতে হবে।