News71.com
 Sports
 20 Aug 20, 10:50 AM
 970           
 0
 20 Aug 20, 10:50 AM

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল॥ ফাইনালে বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল॥ ফাইনালে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় সেমিফাইনালে অলিম্পিক লিওঁরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। এই জয়ের ফলে ফাইনাল নিশ্চিত হলো দলের।প্রথম সেমিফাইনালে লাইপজিগকে ৩-০ গোলে হারানো পিএসজির। ফলে ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইতিহাসের প্রথমবার ফাইনালে উঠা পিএসজিই। শক্ত দুই দলের লড়াইলে প্রাণবন্ত হয়ে উঠবে ফাইনাল।করোনাভাইরাস আসার পর ফুটবলে নিয়মনীতির যেসব পরিবর্তন এসেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ম্যাচ শেষে জার্সি বদল করা যাবে না।করোনা–পরবর্তী সময়ে জার্সি বদল করলে খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে—এই ভয়ে উয়েফা প্রোটোকল জারি করেছে, জার্সি বদল নয়। উয়েফার নতুন নিয়মে বলা আছে, ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন