News71.com
 Sports
 19 Aug 20, 07:15 PM
 771           
 0
 19 Aug 20, 07:15 PM

ক্রিকেট॥ ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন উইলি-মালান

ক্রিকেট॥ ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরলেন উইলি-মালান

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠের পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর সদ্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইলিকে সংক্ষিপ্ত ফরম্যাটের এই দলে ফেরানো হয়েছে। তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৯ সালের মে মাসে।এই সিরিজের জন্য অবশ্য ইংলিশরা বিশ্রাম দিয়েছে টেস্টে নিয়মিত খেলা জো রুট, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্যাম কারান, মার্ক উড ও জস বাটলারকে।মঙ্গলবার ঘোষিত এই দলটি আইরিশদের বিপক্ষে খেলা দলটির মতই। ইয়ন মরগানের নেতৃত্বে দলে নেওয়া হয়েছে জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান ও ডেভিড মালানকে। তবে আইরিশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিয়াম লিভিংস্টন, জেমস ভিন্স, লিয়াম ডসন ও রিসে টপলি।যদিও লিভিংস্টন ও টপলিকে রিজার্ভ দলে রাখা হয়েছে, সঙ্গে আছেন প্যাট ব্রাউন। আর নিউজিল্যান্ডের পরিবারকে সময় দিতে যাওয়া বেন স্টোকসকে এই সিরিজে রাখা হয়নি।আগামী ২৮ আগস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন