News71.com
 Sports
 19 Aug 20, 10:56 AM
 1104           
 0
 19 Aug 20, 10:56 AM

শেষ মুহূর্তে এসে আইপিএলে বড় ধাক্কা॥ আমিরাত নয় আয়োজন চায় ভারতেই

শেষ মুহূর্তে এসে আইপিএলে বড় ধাক্কা॥ আমিরাত নয় আয়োজন চায় ভারতেই

স্পোর্টস ডেস্কঃ আইনি জটিলতায় পড়তে যাচ্ছে আইপিএলের আয়োজক কমিটি। সংযুক্ত আরব আমিরাতে নয়, ভারতেই আইপিএল আয়োজন করার ব্যাপারে বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে বলে পিটিশন দায়ের করেছেন এক আইনজীবী। মুম্বাই হাইকোর্টে এ আবেদন করেন অভিষেক লাগু নামের এই আইনজীবী। এদিকে, নতুন টাইটেল স্পন্সর পেয়েছে আইপিএল। ২২২ কোটি রুপি দিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এই লিগের টাইটেল কিনে নিয়েছে, ভারতের ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম 'ড্রিম ইলেভেন।'আর মাত্র একমাস পরেই শুরু হবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ আইপিএলের ১৩তম আসর। যে আসর ঘিরে শুধু ক্রিকেটার নয়, অধীর আগ্রহে অপেক্ষমান পুরো ক্রিকেট বিশ্ব। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নতুন করে জটিলতায় পড়তে হচ্ছে আয়োজক কমিটিকে।করোনার প্রভাবে আইপিএলের সময় পিছিয়েছে। সেই সাথে পরিবর্তন হয়েছে ভেন্যু। ভারতে নয়, সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের আসর। আর সেটাই কাল হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন না করার জন্য এরই মধ্যে মুম্বাই হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন অভিষেক লাগু নামের এক আইনজীবী। মুম্বাই হাইকোর্টে এ পিটিশন দায়ের করেন তিনি। ভারতের মাটিতেই আইপিএল আয়োজনে বিসিসিআইকে সিদ্ধান্ত নেয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন এই আইনজীবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন