News71.com
 Sports
 19 Aug 20, 10:48 AM
 544           
 0
 19 Aug 20, 10:48 AM

সুখবর আছে বাফুফের কাছে॥ শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা

সুখবর আছে বাফুফের কাছে॥ শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা

স্পোর্টস ডেস্কঃ দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশের ফুটবল। নভেম্বরে ফিফা উইন্ডোতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় আছে থাইল্যান্ড ও মালোয়েশিয়া। তবে সূচি না মিললে দক্ষিণ এশিয়া থেকে খেলতে আসতে পারে নেপাল ও মালদ্বীপ। এই ম্যাচ দুটো সামনে রেখে আবারো জাতীয় দলের ক্যাম্প শুরু করার কথা ভাবছে বাফুফে।বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত হওয়ায় শুরুর আগেই শেষ জাতীয় দলের ক্যাম্প। যাতে যারপরানই হতাশ ফুটবল ভক্তরা। তবে সুখবর আছে বাফুফের কাছে। আবারো আন্তর্জাতিক ম্যাচ মাঠে ফেরানোর চেষ্টায় তারা। নভেম্বরের ফিফা উইন্ডোতে স্থগিত হওয়া বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ ঘরের মাটিতে। সেটা বিবেচনায় নিয়ে প্রীতি ম্যাচে বাফুফে হতে চায় স্বাগতিক। প্রতিপক্ষের দৌঁড়ে এগিয়ে আছে মালয়েশিয়া ও থাইল্যান্ড। তাদের সঙ্গে সূচিতে না মিললে প্রাধান্য পাবে দক্ষিণ এশিয়ার দলগুলো।বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, নভেম্বরে যে ফিফা উইন্ডোটি রয়েছে তাতে যেনো আমরা দু-একটি ম্যাচ খেলতে পারি, সে বিষয়ে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিবো। আশিয়ান রিজিওনে মালয়েশিয়া, থাইল্যান্ড এ দেশগুলো যদি ফাঁকা থাকে, তারপরও যদি সমস্যা হয় তাহলে আমাদের সাউথ রিজিওনে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন