News71.com
 Sports
 16 Aug 20, 11:13 AM
 517           
 0
 16 Aug 20, 11:13 AM

ধোনির পর অবসরের ঘোষণা দিলেন অপর ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না॥

ধোনির পর অবসরের ঘোষণা দিলেন অপর ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না॥

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার (১৫ আগস্ট) বিষয়টি জানিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এর খানিক পরই ঘোষণা আসে রায়নার।ভারতীয় ক্রিকেটে ধোনির রাজত্বের সময়ে সুরেশ রায়না ছিলেন তার খুবই বিশ্বস্ত। বাঁহাতি ব্যাটসম্যান রায়না ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ধোনির মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিদায়ের ঘোষণা দিয়েছেন রায়না। ধোনিকে উদ্দেশ্য করেই লেখেন, ‘তোমার সঙ্গে খেলা খুব উপভোগ করেছি। এটা আমার জন্য গর্বের। এ যাত্রায় এবার তাহলে তোমার পথেই হাঁটি। ভারতকে ধন্যবাদ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন