News71.com
 Sports
 15 Aug 20, 06:54 PM
 1001           
 0
 15 Aug 20, 06:54 PM

বাস্তবতা মেনে নিতে কষ্ট হচ্ছে॥ শোচনীয় হারের পর বার্সা কোচ সেতিয়েন

বাস্তবতা মেনে নিতে কষ্ট হচ্ছে॥ শোচনীয় হারের পর বার্সা কোচ সেতিয়েন

স্পোর্টস ডেস্কঃ বায়ার্নের বিপক্ষে এমন হার মর্যাদায় আঘাত হেনেছে। এই ফলাফল মেনে নিতে পারছে না কেউই। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনও। এমন বাস্তবতা কোনভাবেই মানতে পারছেন না তিনি। লিওনেল মেসির ক্যারিয়ারে অনেক হতাশার গল্প আছে। বিশ্বকাপ, কোপা আমেরিকায় অন্তিম মুহূর্তের ব্যর্থতা তিনি ভুলতে পারবেন না কখনও। দুঃসহ স্মৃতির ডায়েরিতে আরও একটা অধ্যায় যোগ হলো ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন তারকার।এ প্রজন্মের কাছে বার্সা মানেই যে মেসি। তাই বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত কাতালানরা যেনো ভুলেই গেছে, সুয়ারেজ-পিকে-গ্রিজম্যানদের কথা। মাঠের পারফরম্যান্সে নির্বিষ দলটাকে নিয়ে যেন আর কোনো আশা নেই। ফুটবলারদের ব্যথায় সমব্যথী নয়, বরং মর্যাদা ক্ষুণ্ন হওয়ার লজ্জায় পুড়ছে কাতালুনিয়া। ডাগআউটের চিত্রটার মতোই নিরুপায় সমালোচনায় বিদ্ধ ৬১ বছর বয়সী কোচও।কাতালান ক্লাবটিতে আসার পর থেকে খুব একটা স্বস্তিতে নেই সেতিয়েন। লিগ শিরোপা হারানোর পরও সমালোচনায় আগুনে পুড়েছেন। তবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলটাকে নিয়ে যে ৮ গোল হজম করতে হবে, এমনটা কি কখনো ভাবতে পেরেছিলেন সেতিয়েন? ম্যাচ শেষেও তাই কোনভাবেই নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না এই কোচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন