
স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ডের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়াও। অন্যদের মতো অজিদের প্রতিপক্ষ ইংলিশরাই। ইংল্যান্ড সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার।ইংল্যান্ড বিপক্ষে সিরিজের দলে ডাক পাওয়া নতুন তিন ক্রিকেটার হলেন, পেসার রাইলি মেরেডিথ, উইকেটকিপার ব্যাটসম্যান জশ ফিলিপে ও অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস। বিশ্বকাপের পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার মাকার্স স্টয়নিস। স্বেচ্ছা অবসর কাটিয়ে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের সাথে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ফার্স্ট বোলার প্যাট কামিন্স। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সহকারী ম্যাকডোনাল্ড থাকছেন না এ সিরিজে। তিনি আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করবেন।ইংল্যান্ড সফরে সমান তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলবে টিম অস্ট্রেলিয়া। ২৩ আগস্ট ইংল্যান্ডে যাত্রা করবে অজিরা। প্রস্তুতি ম্যাচের পর ৪ সেপ্টেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি সাউদাম্পটনে। ওয়ানডে সিরিজ হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।