News71.com
 Sports
 11 Aug 20, 07:49 PM
 570           
 0
 11 Aug 20, 07:49 PM

ঢাকা প্রিমিয়ার লীগ হচ্ছে না॥ঘরোয়া ক্রিকেটারদের দুঃসংবাদ দিলেন দুর্জয়

ঢাকা প্রিমিয়ার লীগ হচ্ছে না॥ঘরোয়া ক্রিকেটারদের দুঃসংবাদ দিলেন দুর্জয়

স্পোর্টস ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটারদের জন্য দুঃসংবাদই বলতে হবে। স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছেনা এখনই। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। স্বাস্থ্যবিধি নিয়ে সরকারের দিকনির্দেশনার বাইরে গিয়ে এখনই প্রতিযোগিতামূলক খেলা শুরুর যৌক্তিকতা দেখেন না তিনি। জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারেও বুঝেশুনে সিদ্ধান্তের পক্ষে মত দুর্জয়ের।তিনি বলেন, স্বাস্থ্যবিধি নিয়ে সরকারের যে দিকনির্দেশনা, তার বাইরে গিয়ে প্রতিযোগিতামূলক খেলা শুরুর কোনো সুযোগ নেই। কেননা দেশের করোনাভাইরাস সংক্রমণের গ্রাফ এখনো উর্ধ্বমুখী। যখন এটা নিম্নমুখী হবে তখনই খেলা শুরু করা উচিত।

নাঈমুর রহমান দুর্জয় বাস্তববাদী। তার কণ্ঠে সতর্কবাণী। বাংলাদেশ কিংবা ক্রিকেট বোর্ড কি এখনো প্রতিযোগিতামূলক খেলাধুলা পরিচালনায় প্রস্তুত, এটাই যে বড় প্রশ্ন।ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনে সাহস পেয়েছে অন্য দেশগুলোও। ওয়েস্ট ইন্ডিজ কিংবা পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের ম্যাচগুলো নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখেছেন দুর্জয়। মরগ্যান-রুট-স্টোকসদের মতো মুশফিক-মাহমুদউল্লাহদের মাঠে ফেরার আকুতিও বোঝেন তিনি। কিন্তু, সংসদ সদস্য হওয়ায় তিনি জানেন করোনার মাঠ পর্যায়ের চিত্রটা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ। তাই আরেকটু ধৈর্য ধারণের পক্ষে মত তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন