News71.com
 Sports
 09 Aug 20, 12:34 PM
 473           
 0
 09 Aug 20, 12:34 PM

ফুটবল॥য়্যুভেন্তাসের কোচের দায়িত্বে দলটির সাবেক খেলোয়াড় আন্দ্রে পিরলো

ফুটবল॥য়্যুভেন্তাসের কোচের দায়িত্বে দলটির সাবেক খেলোয়াড় আন্দ্রে পিরলো

 

স্পোর্টস ডেস্কঃ য়্যুভেন্তাসের কোচের দায়িত্ব পেলেন দলটির সাবেক খেলোয়াড় আন্দ্রে পিরলো। মৌরিসিও সারিকে বরখাস্ত করার এক ঘন্টার মধ্যেই পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দিলো ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ার কারণে ২৪ ঘন্টা পার না হতেই বরখাস্ত করা হয় কোচ সারিকে। নতুন কোচ কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা সৃষ্টির আগেই কোচের দায়িত্ব দেয়া হলো পিরলোকে।কদিন আগেই য়্যুভেন্তাসের অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের কোচের দায়িত্ব পান তিনি। সেই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে পাবার আগেই য়্যুভেন্তাসের প্রধান দলের দায়িত্ব পেলেন ৪১ বছর বয়সী এই ইতালিয়ান।পিরলোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে য়্যুভেন্তাস। এর আগে কখনো কোন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি সাবেক এই ফুটবলার। ২০১৭ তে সব ধরণের ফুটবল থেকে অবসরে যান পিরলো। ক্লাব ক্যারিয়ারে য়্যুভেন্তাসের হয়ে খেলেছেন ২০১১ থেকে ২০১৫ মৌসুম। জিতেছেন সিরি আ, কোপা ইতালিয়াসহ আরো বেশ কিছু শিরোপা।এর বাইরে অন্য ক্লাবের হয়েও অনেক অর্জন আছে পিরলোর। এছাড়া, ইতালির জার্সী গায়ে ২০০৬ বিশ্বকাপ জিতেছেন আন্দ্রে পিরলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন