News71.com
 Sports
 06 Aug 20, 08:44 PM
 517           
 0
 06 Aug 20, 08:44 PM

ভার্চুয়াল সভায় টাইগারদের যা বললেন অভিজ্ঞ কোচ কারস্টেন॥

ভার্চুয়াল সভায় টাইগারদের যা বললেন অভিজ্ঞ কোচ কারস্টেন॥

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে নানা পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন। কারস্টেন আসায় কোচ-ক্রিকেটারদের অনলাইন সভা অন্যদিনে তুলনায় একটু বড় হয়। ছিলেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা। এর বাইরেও অনেকে ছিলেন কারস্টেনের ক্লাসে। ছিলেন কোচিং প্যানেলের সদস্যরাও।বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হয় এই মিটিং। জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গোর আমন্ত্রণে ক্রিকেটারদের সঙ্গে অনলাইন আলোচনায় যোগ দেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট ব্যক্তিত্ব।তবে কারস্টেনের সঙ্গে টাইগারদের ভার্চুয়াল মিটিংয়ের খবর আগেই পাওয়া গিয়েছিল। কথা অনুযায়ী জাতীয় দলের ক্রিকেটারদের সাথে জুম মিটিংয়ে কথা বলেন গ্যারি কারস্টেন। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের সভায় বিভিন্ন বিষয়ে তামিম-মুশফিকদের সঙ্গে কথা বলেন এই দক্ষিণ আফ্রিকান। জাতীয় দলের ক্রিকেটারদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন নিজের খেলোয়াড়ি জীবন নিয়েও।জানা গেছে, অনলাইন সভায় ২০১১ বিশ্বকাপে ভারতকে কিভাবে চ্যাম্পিয়ন করেছিলেন সেই গল্প শুনিয়েছেন কারস্টেন। দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ দলকে কিভাবে বিদেশের মাটিতে ভালো খেলা যায় সে পরামর্শও দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন