News71.com
 Sports
 05 Aug 20, 12:30 PM
 551           
 0
 05 Aug 20, 12:30 PM

ক্রিকেটার ধোনিকে ছাড়িয়ে ইংলিশ অধিনায়ক মরগানের ছক্কার রেকর্ড॥

ক্রিকেটার ধোনিকে ছাড়িয়ে ইংলিশ অধিনায়ক মরগানের ছক্কার রেকর্ড॥

স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক হিসেবে ছক্কা মারার নতুন রেকর্ড গড়লেন ইয়ন মরগান। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে এই রেকর্ডের খাতায় নাম লেখান এই ইংলিশ অধিনায়ক। অধিনায়ক হিসেবে ১৬৩ ম্যাচে ২১২টি ছক্কা মেরেছেন ইয়ন মরগান। আর অধিনায়ক হিসেবে ধোনির ছক্কা ৩৩২ ম্যাচে ২১১টি। ৩২৮ রানের পাহাড় গড়েও আইরিশদের কাছে হারতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচে অন্য একটি রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক মরগান। অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ৮৪ বলে ১০৫ রানে ঝলমলে ইনিংস। এতে ছিল চারটি ছক্কার মার। আর এর সুবাদে অধিনায়ক হিসেবে ছক্কা গড়ার রেকর্ড গড়েন তিনি। যে রেকর্ড এতদিন ছিলো ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির হাতে।অধিনায়ক হয়ে সর্বোচ্চ ছক্কার তালিকায় এই দু'জনের পরেই আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩২৪ ম্যাচে ১৭১টি ছক্কা মেরেছেন এই অজি। চতুর্থ অবস্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ১২১ ম্যাচ খেলে যার ছক্কার সংখ্যা ১৭০টি। আর পঞ্চম অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ১২৪ ম্যাচে যার ছক্কার সংখ্যা ১৩৫টি।    

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন