News71.com
 Sports
 04 Aug 20, 08:01 PM
 710           
 0
 04 Aug 20, 08:01 PM

ক্রিকেট ॥ইংল্যান্ডের ব্যাটিং কোচ হলেন জোনাথন ট্রট

ক্রিকেট ॥ইংল্যান্ডের ব্যাটিং কোচ হলেন জোনাথন ট্রট

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রট। তবে খণ্ডকালীন দায়িত্ব পেয়েছেন তিনি।নিয়মিত কোচ গ্রাহাম থর্প না থাকায় ট্রটকে আপাতত এই দায়িত্ব দেয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ইংলিশ ব্যাটসম্যানদের দেখাশোনা করবেন তিনি।২০১৫ সালে ইংলিশদের হয়ে সর্বশেষ টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলেছিলেন ট্রট। থ্রি-লায়নদের হয়ে ৫২ টেস্ট, ৬৫ ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টি খেলেছেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। ইংল্যান্ডের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম ছিলেন জনাথন ট্রট। তবে মানসিক অবসাদের কারণে ২০১৮ সালে হুট করেই ক্রিকেটকে বিদায় বলে দেন দক্ষিণ আফ্রিকান বংশদ্ভূত এই ইংলিশ ব্যাটসম্যান। এরপর আর ফেরেননি ক্রিকেটে। এবার ফিরছেন ভিন্ন ভূমিকায়।কোচ হিসেবে নিজ দেশের হয়ে প্রথম এ্যাসাইনমেন্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজ। ধারণা করা হচ্ছে, ট্রটের পারফরম্যান্স মূল্যায়ন করবে ইংলিশ ক্রিকেট বোর্ড। এই ভূমিকায়ও তিনি সফল হলে পরবর্তীতে তাকে হয়তো পূর্ণ দায়িত্বেই দেখা যেতে পারে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন