স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমেই নাকি য়্যুভেন্তাস ছাড়ার পরিকল্পনা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো! চমক জাগানো এই খবর দিয়েছে ফ্রান্স ফুটবল নামের একটি পোর্টাল। ফরাসী গণমাধ্যমটির মতে, য়্যুভেন্তাসে নিজের প্রথম মৌসুমে খুব একটা সুখী ছিলেন না পর্তুগিজ মেগাস্টার। বিশেষ করে দল নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারছিলেননা ৩৫ বছর বয়সী এই তারকা। তাই তো এবার ক্লাব ছাড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। ইতালি ছেড়ে ফরাসী ক্লাব পিএসজিতে যোগ দেয়ার ইচ্ছে ছিল তার। এমবাপ্পে-নেইমারদের সঙ্গে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলেও দাবি করছে ফ্রান্স ফুটবল নামের ওই ওয়েবসাইট। তবে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ায় নিজের সিদ্ধান্ত থেকে রোনালদো সরে আসেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি।