News71.com
 Sports
 03 Aug 20, 03:50 PM
 458           
 0
 03 Aug 20, 03:50 PM

ক্রিকেট॥ আইপিএলে চিকিৎসা সেবা দিতে আগ্রহী টাটা

ক্রিকেট॥ আইপিএলে চিকিৎসা সেবা দিতে আগ্রহী টাটা

 

স্পোর্টস ডেস্কঃ আইপিএলের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করতে চায় ভারতের বিখ্যাত টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টাটা হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড। টুর্নামেন্ট চলাকালে সব ধরনের চিকিৎসা সেবার দেয়ার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। করোনা মোকাবিলায় শুরু থেকেই বিভিন্ন সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এবার আইপিএলের মতো বড় আয়োজনের সঙ্গে যুক্ত হবার ইচ্ছে প্রকাশ করেছে তারা। এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনাও করেছে তারা। চলতি সপ্তাহেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি চূড়ান্ত করবে বলে জানা গেছে। টাটা হেলথ অ্যান্ড ডায়াগনোসিসের পক্ষ থেকে জানানো হয়, আইপিএল চলাকালীন তারা ভারতীয় ক্রিকেট বোর্ড, ফ্রাঞ্জাইজি, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সব কর্মকর্তা-কর্মচারীদের করোনা থেকে সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে এবং সবধরনের সহায়তা দেবে। নিয়মিত করোনা পরীক্ষার সবধরনের ব্যবস্থাও রাখবে প্রতিষ্ঠানটি।  এছাড়া কয়েকটি জোনে ভাগ করে সেবা দেয়ারও পরিকল্পনা করছে তারা। খেলোয়াড় এবং কোচদের রাখা হবে প্লাটিনাম জোনে। টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষকে রাখা হবে গোল্ড জোনে। এছাড়া সিলভার জোনে ম্যাচ এন্টারটেইনারদের রাখার পরিকল্পনার কথা জানায় তারা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন