News71.com
 Sports
 02 Aug 20, 08:02 PM
 489           
 0
 02 Aug 20, 08:02 PM

ফুটবল ফেডারেশনের নির্বাচন করবেন দ্রগবা॥

ফুটবল ফেডারেশনের নির্বাচন করবেন দ্রগবা॥

 

স্পোর্টস ডেস্কঃ আইভরিকোস্ট ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন দিদিয়ের দ্রগবা। ফুটবল ক্যারিয়ারে একের পর এক অর্জনে আইভরিকোস্টকে বিশ্ব দরবারে অন্য উচ্চতায় তুলে ধরেন দ্রগবা। দুইবার নির্বাচিত হয়েছেন আফ্রিকার সেরা ফুটবলার। দেশটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এবার ক্যারিয়ারের নতুন ইনিংস শুরুর প্রস্তুতি নিচ্ছেন দ্রগবা। এরইমধ্যে সভাপতি পদে নির্বাচনের জন্য সব প্রক্রিয়া শেষ করেছেন তিনি। ফুটবল ফেডারেশনে দ্রগবা তার নির্বাচন করার সব কাগজপত্র নিয়ে যখন হাজির হন। বাইরে থেকে তাকে সমর্থন যোগাতে জড়ো হন কয়েকশ' সমর্থক। তারা তাদের ভালবাসা ও সমর্থন দ্রগবার সঙ্গেই আছে বলে জানান। নির্বাচিত হলে দেশের ফুটবলের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে চান বলে জানিয়েছেন দ্রগবা। যদিও দেশটির গণমাধ্যমের দাবি, নির্বাচনের দৌড়ে সভাপতি পদে দ্রগবার চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছেন আরেক প্রার্থী সাবেক সহ সভাপতি ইদ্রিস দিয়ালো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন