স্পোর্টস ডেস্কঃ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারাদেশের মানুষ উদযাপন করছেন ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। শুধু শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত হননি, একই সঙ্গে সবার কাছে আবেদন জানিয়েছেন, দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দিতে।নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান সাকিব।তিনি লিখেছেন, 'মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদুল আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।'