News71.com
 Sports
 31 Jul 20, 09:51 PM
 533           
 0
 31 Jul 20, 09:51 PM

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা॥

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা॥

স্পোর্টস ডেস্কঃ সেপ ব্লাটারের পর এবার ফেঁসে যাচ্ছেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজ দেশে ফৌজদারি মামলা হয়েছে ফিফা বসের বিরুদ্ধে। এক সুইস প্রসিকিউটর এই মামলা দায়ের করেছেন। আভাস পাওয়া গেছে বিশ্ব ফুটবলের কিছু বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠছে ইনফান্তিনোর বিপক্ষে। যার সাথে জড়িত আছেন সুইস অ্যাটর্নি জেনারেলও।এ যেন বিনা মেঘে বজ্রপাত। দুর্নীতির অভিযোগ ছাড়ছেই না ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্টদের। দুর্নীতির দায় কাঁধে নিয়ে পদত্যাগ করা সেপ ব্লাটারের পর আশার বাণী শুনিয়ে সভাপতির পদে বসেছিলেন সুইস ফুটবলের অন্যতম প্রশাসক জিয়ান্নি ইনফান্তিনো।এবার দুর্নীতির অভিযোগ খোদ তার নামে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার দুর্নীতি নিয়ে তদন্ত করে সুইস অ্যাটর্নি জেনারেল অফিস। সেখানেই বেঁধেছে বিপত্তি। তদন্তের ব্যাপারে ২০১৭ সালে অ্যাটর্নি জেনারেল মাইকেল লাওবের সঙ্গে বার্নের এক হোটেলে গোপন এক বৈঠকে বসেন ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো।এরপর এই তিন বছরে আরো দুই বার সুইস অ্যাটর্নি জেনারেলের সঙ্গে গোপন বৈঠকে বসেন এই ফুটবল প্রশাসক। কি এমন গোপন বিষয়। বৈঠকে কি আলোচনাই হয়েছে? গুঞ্জন উঠছে নানা। তবে এখনো জানা যায়নি এই দুই কর্তার মাঝে আসলে কি আলোচনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন