স্পোর্টস ডেস্কঃ ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্যে প্রস্তুতি নিতে শুরু করেছে কাতার। স্টেডিয়াম নির্মাণ থেকে শুরু করে অবকাঠামো উন্নয়নের আরো বিভিন্ন কাজ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। তবে ফুটবল আয়োজনের এই প্রস্তুতির মাঝেই আরো একটি চমক দিয়েছে মরুভূমির দেশ কাতার। ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আয়োজক হবার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে কাতার। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলছে এটি আলোচনার বিষয়। এ বিষয়ে আলোচনা চলমান থাকবে। হাতে এখনো অনেক সময় আছে। তাই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। তবে কাতারের আয়োজক হবার বিষয়টি কমিশনে তোলা হবে জানিয়েছেন, কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোহান বিন খলিফা। এর আগে ২০১৯ সালে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল কাতার। তবে মধ্যপ্রাচ্যের কোন দেশে কখনোই অলিম্পিক আয়োজন হয়নি। তাই কাতারে এই আয়োজন হলে তারাই হবে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ যেখানে এই আসর বসবে।