স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলার জন্য অনাপত্তিপত্র পাচ্ছেন নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার। এবার একই পথে হাঁটলো ক্রিকেট অস্ট্রেলিয়াও। নিজেদের ১৪ জন খেলোয়াড়কে ছাড়পত্র ইস্যু করবে বলে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। শুক্রবার (২৪ জুলাই) ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।আইপিএলের এবারের আসরে অংশ নিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১৪ ক্রিকেটার। এরা হলেন- অ্যারন ফিঞ্চ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), জশ ফিলিপ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ক্রিস লিন (মুম্বাই ইন্ডিয়ান্স), নাথান কটলার-নাইল (মুম্বাই ইন্ডিয়ান্স), জশ হ্যাজেলউড (চেন্নাই সুপার কিংস), শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস), অ্যালেক্স ক্যারি (দিল্লি ক্যাপিটালস), মার্কাস স্টইনিস (দিল্লি ক্যাপিটালস), গ্লেন ম্যাক্সওয়েল (কিংস ইলেভেন পাঞ্জাব), প্যাট কামিন্স (কলকাতা নাইট রাইডার্স), ক্রিস গ্রিন (কলকাতা নাইট রাইডার্স), স্টিভ স্মিথ (রাজস্থান রয়্যালস) এবং অ্যান্ড্রু টাই (রাজস্থান রয়্যালস)।গেল ২৯ মার্চ আইপিএলের ১৩তম আসর শুরু হবার কথা থাকলেও করোনার প্রভাবে পিছিয়ে দেয়া হয় ১৫ এপ্রিলে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সাময়িক স্থগিত করে রাখা হয়েছিল টুর্নামেন্টটি। সবশেষ সিদ্ধান্ত আসে ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে জমকালো এই টুর্নামেন্ট।