News71.com
 Sports
 24 Jul 20, 06:49 PM
 722           
 0
 24 Jul 20, 06:49 PM

আরব আমিরাতে বসছে আইপিএলের ১৩তম আসর॥ সবকিছু ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর বল গড়াবে মাঠে  

আরব আমিরাতে বসছে আইপিএলের ১৩তম আসর॥ সবকিছু ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর বল গড়াবে মাঠে   

স্পোর্টস ডেস্কঃ সবকিছু ঠিকঠাক থাকলে করোনা ধাক্কা সামলে সেপ্টেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ১৩তম আসরের বল গড়াতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে ইতোমধ্যেই সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। মহামারী পরিস্থিতিতে এ বছর ভারতে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়, সেই কারণে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট করার ভাবনা। বোর্ড সূত্রে আইপিএলের সূচিও জানা গেল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল’র ঢাকে বাড়ি পড়বে বলে বিসিসিআই সূত্র জানিয়েছে। সূত্রের খবর, টুর্নামেন্ট ফাইনালের দিন রাখা হয়েছে ৮ নভেম্বর। পুরো টুর্নামেন্ট আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজায়। করোনা মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে আইপিএল ম্যাচগুলো আয়োজন করা হবে । প্রসঙ্গত, ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩তম মৌসুম শুরুর থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল। চলতি সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। এরপর আইপিএল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা নেয় বিসিসিআই। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন