News71.com
 Sports
 22 Jul 20, 10:44 PM
 611           
 0
 22 Jul 20, 10:44 PM

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল॥  

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল॥   

স্পোর্টস ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম ইকবাল। বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেশে করানো পরীক্ষায় সমস্যা নির্ণয় ব্যর্থ হওয়াতেই তার লন্ডন যাত্রা। লন্ডন যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তামিম, ‘৩ মাস আগে হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। অনেকক্ষণ ছিল সেই ব্যথা। তবে সেভাবে পাত্তা দেইনি। ভেবেছি ফুড পয়জনিং থেকে এমন হয়েছে। এরপর হাসপাতালে যাওয়ার পর কিছু প্যাথলজিক্যাল টেস্ট করাতে দিয়েছিল, সেসব করিয়েছি। কিন্তু সমস্যা কোথায়, সেটা ধরা পড়ছে না। আমার জন্য ভালো হতো সিঙ্গাপুর বা ব্যাংকক গেলে। কিন্তু বিমান যোগাযোগের কারণে যেতে পারছি না বলে লন্ডনেই যেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ একটা টেস্ট করাতে হবে, এটা লন্ডনেই করাবো ।’

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন তামিম। ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করিয়েছেন। কোনও রিপোর্টে সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা। হুট করে ব্যথা বেড়ে যাওয়ায় ঘাবড়ে যাচ্ছেন। তাতে দ্রুতই চিকিৎসার প্রয়োজন বোধ করছেন তিনি। দেশে চিকিৎসা করিয়ে সমস্যা নির্ণয় না হওয়ায় লন্ডনের এক চিকিৎসকের কাছ থেকে অনলাইনে নিয়মিত পরামর্শ নিচ্ছিলেন তামিম। সেই চিকিৎসকের পরামর্শেই লন্ডনে যাচ্ছেন তিনি। তামিমের সঙ্গে পরিবারের কেউ যাচ্ছেন না। করোনাভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে শুরু হবে তার চিকিৎসা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন