স্পোর্টস ডেস্কঃ 'ফিফা ক্লাব প্রটেকশন স্কিমের' আওতায় তৃতীয় মেয়াদে অর্থ সহায়তা পেয়েছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মাশুক মিয়া জনি। এ নিয়ে ফিফা থেকে সর্বমোট ১৩ লাখ ৪৭ হাজার টাকা পেলেন তিনি। বিষয়টি বাফুফে এবং বসুন্ধরা কিংসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইনজুরি আক্রান্ত হওয়ার পর সংশ্লিষ্টদের এমন সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাশুক মিয়া।গেল বছর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ইনজুরিতে পড়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় মাশুক মিয়া জনি। অদ্যাবধি তার সার্ভিস মিস করে আসছে ক্লাব বসুন্ধরা কিংস। সেই ক্লজেই ফিফা ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় এবার তৃতীয় মেয়াদে অর্থ সহায়তা পেলেন তিনি।এখন পর্যন্ত ফিফা থেকে ১৩ হাজার ৮৮৫ ইউরো পেয়েছেন মাশুক মিয়া। যা জমা হয়েছে বসুন্ধরা কিংসের অ্যাকাউন্টে। দায়িত্বের জায়গা থেকে এই অর্থ দিয়ে জনির চিকিৎসা ব্যায় বহন করেছে ক্লাব কর্তৃপক্ষ।বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈদ সোহাগ বলেন, মাশুক মিয়া জনির ফিফা ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় তার ফেবারে বসুন্ধরা কিংসকে যে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে আমরা কাজ করছিলাম। সেই ক্ষতিপূরণ দেয়ার তৃতীয় কিস্তি এবং সর্বশেষ কিস্তিটি বসুন্ধরা কিংস রিসিভ করেছে। তিনটি কিস্তিতে সর্বমোট বসুন্ধরা কিংস খেলোয়াড় মাশুক মিয়া জনির জন্যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে ১৩ লাখ ৪৭ হাজার টাকা। বসুন্ধরা কিংস’র মিডফিল্ডার মাশুক মিয়া জনি জানান, বাফুফে এবং আমার ক্লাব বসুন্ধরা কিংসের সহযোগিতায় ফিফার কাছ থেকে চিকিৎসার যাবতীয় খরচ পেয়েছি। ফিফাকে অশেষ ধন্যবাদ জানায় সহযোগিতা করার জন্যে।