স্পোর্টস ডেস্কঃ করোনার কারণে দীর্ঘ চার মাস মাঠের বাইরে থাকায় ফিটনেসে মরিচা ধরেছে অনেক ক্রিকেটারের। তবে, সবাই পেশাদার ক্রিকেটার হওয়ায় ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না। এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে প্রিমিয়ার লিগ ক্রিকেট। ২০১৮ সালের মত এবারো লিগে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেয়ার আশা বাঁচিয়ে রাখতে চান টাইগারদের সাবেক এই অধিনায়ক।দীর্ঘ চার মাস পর অনুশীলনের সুযোগ মিলেছে ক্রিকেটারদের। স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করেছেন টাইগাররা। করোনাকালীন সময়ে ফিটনেস ঠিক রাখতে বাড়িতে চেষ্টা চালিয়ে গেছেন সবাই। তারপরও মাঠের ঘাটতিটা রয়েই গেছে। প্রথম দিনের অনুশীলন শেষে ফিটনেসে মরচে পড়াটা টের পেয়েছেন অনেকেই।তবে, এ নিয়ে হতাশার কিছু নেই। পেশাদার ক্রিকেটার হওয়ায় দ্রুতই সব সমস্যা কাটিয়ে ওঠা যাবে। এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।তিনি বলেন, এই চার মাস বাড়িতে সবাই টুকটাক কাজ করেছি। তিন চার সপ্তাহের মধ্যেই স্কিল ফিরে আসবে সবার।