News71.com
 Sports
 20 Jul 20, 10:30 AM
 570           
 0
 20 Jul 20, 10:30 AM

আত্মহত্যা করেছেন অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদ একাতেরিনা॥

আত্মহত্যা করেছেন অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদ একাতেরিনা॥

স্পোর্টস ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ান স্কেটার একাতেরিনা আলেক্সানদ্রোভাস্কায়া। ২০ বছর বয়সী এই ক্রীড়াবিদ আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ান গণমাধ্যম।গেল কয়েকমাস ধরেই অবসাদে ভুগছিলেন আলেক্সানদ্রোভাস্কায়া। এ কারণে জানুয়ারিতে শুরু হওয়া অনুশীলন ক্যাম্প থেকেও বের হয়ে আসেন ২০ বছর বয়সী এই স্কেটার।বার্তা সংস্থা এএফপি'কে এমনটিই জানিয়েছেন তার কোচ আন্দ্রেই খেকালো। রাশিয়ায় জন্ম নিলেও, বাবা অস্ট্রেলিয়ান হওয়ায় পরে সে দেশের নাগরিকত্ব পান একাতেরিনা।

অস্ট্রেলিয়ার হয়েই ২০১৭ সালে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে হার্লি উইন্ডসোরের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হন তিনি। অস্ট্রেলিয়ার ক্রীড়া ইতিহাসে অন্য দেশে জন্ম নিয়েও নাগরিকত্ব পাওয়া কোন ক্রীড়াবিদের আইস স্কেটিংয়ে এটিই প্রথম স্বর্ণ।এ জুটি এরপর আইস স্কেটিংয়ে একের পর এক সাফল্য এনে দেন দেশকে। ২০১৮ সালে পায়োংচ্যাং অলিম্পিকে হার্লি উন্ডসোরের সঙ্গে অংশ নেন একাতেরিনা। অবসাদের কারণে অনুশীলন থেকে দূরে থাকা এই স্কেটার মস্কোতে তার ফ্লাটের ৬ তলা থেকে পড়ে আত্মহত্যা করেন। তবে কি কারণে তিনি এমন কাজ করলেন সে বিষয়ে কিছুই জানায়নি দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন