স্পোর্টস ডেস্কঃ যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণাঙ্গরা প্রাপ্য সম্মান পাচ্ছে, ততোক্ষণ পর্যন্ত বিশ্বে সাম্য আসবেনা। বর্ণবাদ বিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়ে এমন মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসি।কৃষ্ণাঙ্গ নন, তবুও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন ফাফ ডু প্লেসি। গেলো ফেব্রুয়ারি পর্যন্ত দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করা ডু প্লেসি এবারও যোগ্য দলনেতার ভূমিকায় আবির্ভূত।ডু প্লেসি বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অনেক বেশি। এটা নিয়ে কথা বলা এবং সমাধানের প্রক্রিয়ায় শামিল হওয়া আমার দায়িত্ব। ব্ল্যাক ইভস ম্যাটার আন্দোলনটা যথার্থ। গায়ের রঙে কারও ভেদাভেদ হওয়া উচিত নয়- এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে। আমি চাই আমার সন্তান এমন এক পৃথিবীতে বেড়ে উঠুক যেখানে বর্ণ দিয়ে কাউকে বিচার করা হবেনা। যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণাঙ্গরা প্রাপ্য সম্মান পাচ্ছে, ততোক্ষণ পর্যন্ত বিশ্বে সাম্য আসবেনা।ডু প্লেসির সাম্যের গান বর্ণবাদীদের কানে কি পৌঁছাবে? সে প্রশ্ন তোলা থাক। ক্রিকেটারদের লড়াই হোক কাঁধে কাঁধ রেখে।