News71.com
 Sports
 18 Jul 20, 06:37 PM
 591           
 0
 18 Jul 20, 06:37 PM

ভারতীয় বোর্ডকে ক্ষতিপুরন দিতে হবে ৪৮০০ কোটি রুপি॥

ভারতীয় বোর্ডকে ক্ষতিপুরন দিতে হবে ৪৮০০ কোটি রুপি॥

স্পোর্টস ডেস্কঃ আইপিএল নিয়ে সংকট যেন কাটছেই না ভারতীয় ক্রিকেট বোর্ডের। চলতি মৌসুমের আয়োজন নিয়ে সংশয়ের মাঝেই এবার নতুন ঘটনার মুখোমুখি বিসিসিআই। পুরনো মামলায় হেরে এবার মোটা অঙ্কর জরিমানা গুনতে হচ্ছে তাদের। একে তো করোনার প্রকোপ তার ওপর টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংশয়, এ নিয়ে অনেকটা সিদ্ধান্তহীনতায় ছিল বিসিসিআই। আইপিএলের ভেন্যু নিয়েও চলেছে একরকম নাটকীয়তা। সবশেষ ভারতে নয়, দুবাইতে আইপিএল বসবে বলে সিদ্ধান্ত আসে। আসন্ন মৌসুম মাঠে না গড়ালে বড় অংকের ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তবে আইপিএল হোক বা না হোক, তার আগেই ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। আইপিএল না হলে বোর্ডের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৪ হাজার কোটি টাকা। তবে তার আগেই নিশ্চিত ক্ষতির মুখে পড়েতে যাচ্ছে বিসিসিআই। যার পরিমাণ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার মতো। ২০১২ সালে আইপিএলের সাবেক ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব বাতিল করে বিসিসিআই। তবে সেটি অবৈধ ছিল বলে ৮ বছর পর মুম্বাইয়ের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সে কারণে এখন ডেকান চার্জার্সকে ক্ষতিপূরণ হিসেবে ৪৮০০ কোটি রুপি বা ৫৪০০ হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইকে। এ মামলার রায় জানিয়েছে মুম্বাই হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন