News71.com
 Sports
 18 Jul 20, 06:20 PM
 670           
 0
 18 Jul 20, 06:20 PM

কপিলের পরামর্শে কোচিং শুরু করলেন রাহুল দ্রাবিড়॥

কপিলের পরামর্শে কোচিং শুরু করলেন রাহুল দ্রাবিড়॥

স্পোর্টস ডেস্কঃ ভারতের কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের পরামর্শেই কোচিং ক্যারিয়ার শুরু করেছি। ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। লম্বা সময় ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন রাহুল দ্রাবিড়। কখনো 'দ্য ওয়াল' কখনো 'মিস্টার ডিপেন্ডেবল' হিসেবে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষ বোলারদের সামনে। অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ভারতীয় দলের। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে তার ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ। এমন সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টানেন ২০১২ সালে। ক্রিকেট থেকে অবসরের পর সন্দিহান ছিলেন রাহুল। হয়তো তখনো ভাবেননি কি করবেন? কোচিং পেশাতেও আসার খুব একটা পরিকল্পনা ছিলো না। তবে অবসরের পর পরামর্শ পেয়েছিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবের কাছ থেকে। কিংবদন্তী কপিল দেবই তাকে পরামর্শ দিয়েছিলেন কোচিং ক্যারিয়ার বেছে নিতে।কোচিং ক্যারিয়ার সম্পর্কে রাহুল দ্রাবিড় বলেন, 'খেলা ছাড়ার পর আমি কিছুটা দ্বিধায় ছিলাম, কি করবো সেটা নিয়ে। তবে কপিল দেবের পরামর্শটাই কাজে লেগেছে ভালো। কোচিং পেশায় এসে বেশ উপভোগ করছি। অনেক তরুণ, উদীয়মান ক্রিকেটারের সঙ্গে কাজ করতে পারছি। তাদের শেখানোর মধ্যে আনন্দ আছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন