News71.com
 Sports
 18 Jul 20, 11:52 AM
 1026           
 0
 18 Jul 20, 11:52 AM

ফুটবল॥পাতানো খেলা রোধে জিরো টলারেন্স ঘোষণা বাফুফের

ফুটবল॥পাতানো খেলা রোধে জিরো টলারেন্স ঘোষণা বাফুফের

স্পোর্টস ডেস্কঃ কোভিড নাইন্টিনের কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে বিশ্ব ফুটবল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পাতানো খেলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে এএফসি। এ কারনে সদস্য দেশগুলোকে সতর্ক থাকতে গাইডলাইন মেনে চলার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। তাই পরবর্তী মৌসুমে পাতানো খেলা রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী। অতীতে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেয়েছেন এমন কাউকে ফুটবলে সম্পৃক্ত না করতে এএফসির পরামর্শের কথাও জানান এই সংগঠক।যতই দিন যাচ্ছে করোনার প্রাদুর্ভাব যেনো বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবে সংকটের মুখে ক্রীড়াঙ্গন। কোভিড নাইন্টিনের কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে বিশ্ব ফুটবল। ঠিক মতো খেলা না হওয়ায় অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্বের বড় বড় ক্লাবগুলো। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে পাতানো খেলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ক্রীড়া সংশ্লিষ্টরা। নিজেদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে তুলতে সক্রিয় হতে পারে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট দুষ্ট চক্র। যে কারণে পুনরায় খেলা মাঠে গড়ালে,দুষ্টচক্র যাতে ফুটবলের সততা নষ্ট করতে না পারে, এজন্য সদস্য দেশগুলোকে সতর্ক থাকতে কিছু গাইডলাইন মেনে চলার নির্দেশনা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। তাই পরবর্তী মৌসুমে পাতানো খেলা রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের ঘোষণা দিয়েছে বাফুফে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন