News71.com
 Sports
 18 Jul 20, 10:12 AM
 572           
 0
 18 Jul 20, 10:12 AM

স্পেনে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের পাশে দাঁড়ালেন ফুটবলার বালদে॥

স্পেনে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের পাশে দাঁড়ালেন ফুটবলার বালদে॥

স্পোর্টস ডেস্কঃ স্পেনের কাতালোনিয়ায় মানবেতর জীবন যাপন করছেন ফলের বাগানে কাজ করা কৃষ্ণাঙ্গ শ্রমিকরা। সারাদিন কাজের পর তাদের জন্য বরাদ্দ থাকেনা নির্দিষ্ট থাকার জায়গা। কালো বলে হোটেলগুলোতে মেলেনা থাকার সুযোগ। অক্লান্ত পরিশ্রমের পর ঘুমাতে হয় পথে ঘাটে। কষ্ট থাকা এই শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছেন মোনাকোতে খেলা সেনেগাল জাতীয় দলের ফুটবলার কেইটা বালদে। ২০০ শ্রমিকের থাকার ব্যবস্থা করেছেন তিনি। ভবিষ্যতে এ কার্যক্রম আরো বড় পরিসরে করতে চান বলেও জানিয়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।স্পেনের কাতালোনিয়ার এই চমতকার ফলের বাগানগুলো দেখলে যে কারো চোখ জুরিয়ে যাবে। পুরো দেশের প্রায় অর্ধেক ফল আসে এই বাগানগুলো থেকে। আপেল, মাল্টা আঙ্গুর সুস্বাদু সব ফলের সমাহার কাতালোনিয়ার এই বাগান। এখানে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। যাদের বেশিরভাগই আসেন নাইজেরিয়া, সেনেগালসহ আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গা থেকে।সারাদিন কাজ করার পর শ্রমিকদের খাবারের এই দৃশ্য দেখলে যে কারো কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। ক্লান্ত শরীরে ঘরে ফিরে খেতে হয় অস্বাস্থ্যকর খাবার। সবচেয়ে কষ্টের বিষয় শ্রমিকদের ঘুমানোর জন্য থাকেনা কোন ব্যবস্থা।পথে ঘাটে ঘুমিয়ে পরদিন আবার কাজে যোগ দিতে হয় তাদের। কৃষ্আঙ্গ হওয়ায় হোটেলগুলোতে মেলেনা থাকার সুযোগ। অনেকে কাজের জন্য অবৈধভাবে আসেন কাতালোনিয়ায়। তাই চাইলেও আইনি সাহায্য নিতে পারেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন