News71.com
 Sports
 17 Jul 20, 09:44 PM
 626           
 0
 17 Jul 20, 09:44 PM

অক্টোবরেই ক্রিকেট প্রেমিরা ফিরবে ইংল্যান্ডের গ্যালারিতে॥ বরিস জনসন

অক্টোবরেই ক্রিকেট প্রেমিরা ফিরবে ইংল্যান্ডের গ্যালারিতে॥ বরিস জনসন

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, দীর্ঘ বিরতি শেষে সবার আগে ক্রিকেট মাঠে ফিরিয়েছে ইংল্যান্ড। লা লিগা কিংবা সিরিআ'র আগে, দেশটিতে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ-ইপিএলও। তবে ক্রিকেট কিংবা ফুটবল, সবই চলছে দর্শকবিহীন স্টেডিয়ামে। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানালেন, অক্টোবরেই মাঠে প্রবেশের অনুমতি মিলতে পারে দর্শকদের। ক্রিকেট কিংবা ফুটবল, দুটোরই মূল আকর্ষণ দর্শক। গ্যালারিজুড়ে সমর্থকদের চিৎকারে উৎসাহ খুঁজে পান খেলোয়াড়রা। আবার নিজের প্রিয় দলের খেলা মাঠে বসে কে না উপভোগ করতে চান! সবকিছুই কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তবে ইংলিশ প্রধানমন্ত্রীর বক্তব্য সমর্থকদেরকে আবারো সাহস জোগাবে। বরিস জনসন বলেন, আমরা অক্টোবর থেকে মাঠে দর্শক ফেরাতে চাই। তবে তখনও মেনে চলতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি। কয়েক মাস ধরেই আমরা টের পাচ্ছি, বড় বড় খেলাগুলোতে দর্শক যখন থাকে না তখন কি পরিণতি হয়! খেলোয়াড়দের খেলায়ও প্রভাব পড়ে, সমর্থকরা কষ্ট পায়। আর্থিকভাবেও অনেক পিছিয়ে পড়তে হয়। সবমিলিয়েই আমরা এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি খুব সন্তুষ্ট যে, দর্শকদের জন্য আবারো স্টেডিয়ামের দরজা খুলে দিতে পারছি আমরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন