News71.com
 Sports
 17 Jul 20, 09:38 PM
 541           
 0
 17 Jul 20, 09:38 PM

স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে অনুশীলনে ফিরছেন তামিম-মুশফিকরা॥

স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে অনুশীলনে ফিরছেন তামিম-মুশফিকরা॥

নিউজ ডেস্কঃ প্রায় ৪ মাস অবরুদ্ধ থাকার পর শের-ই-বাংলায় ঐচ্ছিক অনুশীলনে অংশ নিতে পারবেন ক্রিকেটাররা। যেখানে মানতে হবে বেশকিছু স্বাস্থ্যবিধি। অনুশীলন করতে হবে ব্যক্তিগত কিংবা ছোট ছোট দলে। ক্রিকেটারদের মাঠে ফেরাকে ইতিবাচক বলছেন সাবেকরা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকারও পরামর্শ তাদের।৪ মাসেরও বেশি সময় পর অবশেষ খুলতে যাচ্ছে বন্ধ দরজা। প্রাণ ফিরছে হোম অব ক্রিকেটে। শুরু হচ্ছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। প্রস্তুত হচ্ছে মাঠ, প্রস্তুত হচ্ছে উইকেট।ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে স্টেডিয়ামে সব ধরণের প্রবেশে থাকবে কড়াকড়ি। ঐচ্ছিক অনুশীলনেও থাকবে বাধ্যবাধকতা। ফিটনেস কিংবা ব্যাটিং-বোলিং অনুশীন হবে ছোট ছোট গ্রুপে অথবা ব্যক্তিগতভাবে। যে জন্য বরাদ্দ থাকবে নির্দিষ্ট সময়।আপাতত ইনডোর কিংবা সেন্টার উইকেটে করা যাবে না ব্যাটিং বোলিং অনুশীলন। তবে ক্রিকেটারদের জন্য উন্মুক্ত থাকবে একাডেমি মাঠ। স্বাস্থ্যবিধি মেনে মূল মাঠে করা যাবে শুধু রানিং আর স্ট্রেচিং। ইতোমধ্যে অনুশীলে আগ্রহী ক্রিকেটারদের তালিকাও জমা দেয়া হয়েছে বোর্ডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন