News71.com
 Sports
 16 Jul 20, 07:35 PM
 667           
 0
 16 Jul 20, 07:35 PM

ফুটবল॥ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারাল আর্সেনাল

ফুটবল॥ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারাল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: রেকর্ড গড়া হলো না লিভারপুলের। ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা দলটির সামনে ছিল শেষের সব ম্যাচ জিতে এক মৌসুমে ১০০ পয়েন্টের মাইলফলকে ম্যানচেস্টার সিটির রেকর্ডে ভাগ বসানোর। তবে পড়তি সময়ের মধ্যে কাটানো আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে হেরে তার আর হলো না। ২০১৭-১৮ মৌসুমে লিগে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিটিজেনরা। যদিও লিভারপুলই প্রথমে এগিয়ে যায়। তবে গোলরক্ষক আলিসন ও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ভলে দারুণভাবে সুযোগ কাজে লাগায় আর্সেনাল। ফলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে মিকেল আর্তেতার শিষ্যরা। লিভারপুলের হয়ে গোল করেন সাদিও মানে। আর গানারদের হয়ে একটি করে গোল করেন আলেকসঁদ লাকাজেত ও নেলসন। এমিরেটস স্টেডিয়ামে ২০তম মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের পাসে লিভারপুলকে এগিয়ে দেন সেনেগালের স্ট্রাইকার মানে।

তবে ৩২তম মিনিটে লিভারপুলের সেরা ডিফেন্ডার ফন ডাইকের মারাত্মক ভুলে আর্সেনালকে সময়তায় ফেরান লাকাজেত। নিজেদের ডি-বক্সের বাইরে পেছনে প্রতিপক্ষে ফুটবলার দেখে দুর্বল ব্যাকপাস করে ডাইক। আর সেখান থেকে বল পেয়ে গোলরক্ষক আলিসনকে কাটিয়ে গোল করতে ভুল করননি ফরাসি ফরোয়ার্ড লাকাজেত।লিভারপুল দ্বিতীয় গোলটিও ভুলে হজম করেন। ম্যাচের ৪৪তম মিনিটে আলিসনের ভুল পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে নেলসনের দিকে বল বাড়ান লাকাজেত। সেখান থেকে কোনাকুনি শটে স্বাগতিকদের এগিয়ে দেন এই ফরোয়ার্ড। আর এই গোলেই আর্সেনালের জয় নিশ্চিত হয়।এদিকে দিনের অপর ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অবনমন অঞ্চলের বোর্নমাউথকে ২-১ গোলে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা। দাভিদ সিলভা ও গাব্রিয়েল জেসুসের প্রথমার্ধের দুই গোলে দাপট দেখায় সিটি। তবে বিরতির বেশ সংগ্রাম করতে হয়। উল্টো শেষ দিকে হজম করে বসল এক গোল। তবে লিগে শেষ পর্যন্ত টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন