News71.com
 Sports
 16 Jul 20, 10:40 AM
 579           
 0
 16 Jul 20, 10:40 AM

ফুটবল॥ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিদিন অনুষ্টিত হবে ৪টি ম্যাচ

ফুটবল॥ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিদিন অনুষ্টিত হবে ৪টি ম্যাচ

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ নিয়ে জল্পনা বাড়ছেই। এরইমধ্যে আসরটির সূচি প্রকাশ করলো ফিফা। যেখানে চমক হিসেবে গ্রুপ পর্বে প্রতিদিন ৪টি করে ম্যাচ আয়োজন করা হবে। ৬০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন আল বায়েত স্টেডিয়ামে ২০২২ সালের ২১ নভেম্বর স্থানীয় সময় দুপুর একটায় উদ্বেধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর গ্রুপ পর্বে প্রতিদিন চারটি ম্যাচের সময় যথাক্রমে দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টা। আর শেষ পর্ব ও নকআউট ম্যাচের সময় থাকবে সন্ধ্যা ৬টা ও রাত ১০টা। যেখানে ৮০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ফাইনালের মধ্যদিয়ে আসরের পর্দা নামবে। বিশ্বকাপের জন্য ব্যবহৃত আটটি স্টেডিয়াম কাছাকাছি হওয়ায় দর্শকরা চাইলেই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারবেন। গত মার্চ থেকে অবশ্য করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলা। তবে আগামী অক্টোবরে এশিয়া অঞ্চল ফের শুরু হবে। বাছাই পর্ব শেষে আগামী বছরের মার্চ-এপ্রিলে ড্র অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নির্দিষ্ট ম্যাচের স্টেডিয়াম ও সময় ঠিক করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন