News71.com
 Sports
 15 Jul 20, 09:36 PM
 569           
 0
 15 Jul 20, 09:36 PM

ফুটবল॥ নিজেদের দোষেই শিরোপা হাতছাড়া হয়েছে বার্সার

ফুটবল॥ নিজেদের দোষেই শিরোপা হাতছাড়া হয়েছে বার্সার

স্পোর্টস ডেস্কঃকরোনা মহামারির কারণে লা লিগা স্থগিত হওয়ার আগ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। কিন্তু করোনা পেছনে ফেলে আসর ফের শুরু হতেই বাজি পাল্টে গেছে। লিগের মাত্র ২ ম্যাচ হাতে থাকা অবস্থায় শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ভিয়ারিয়ালকে হারাতে পারলেই শিরোপা জয়ের আনন্দে মাতবে রিয়াল। ওই ম্যাচে হেরে গেলেও সমস্যা নেই। পরের ম্যাচে জিতলে কিংবা দুই ম্যাচে ড্র করলেও চলবে। অর্থাৎ শেষ দুই ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেলেই চলবে জিনেদিন জিদানের দলের।


এমনকি বার্সা পা হড়কালেও শিরোপা যাবে রিয়ালের ঘরে। লস ব্ল্যাঙ্কোসরা যে ফর্মে আছে তাতে টানা দুই ম্যাচ হারা প্রায় অসম্ভব। করোনাকালে মৌসুম ফের শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি রিয়াল। অন্যদিকে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সার শিরোপা স্বপ্ন প্রায় শেষ। মৌসুমের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করার পেছনে নিজেদেরই দোষ দেখছেন বার্সেলোনার লুইস সুয়ারেস। নিজ ক্লাবের সমালোচনা করে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভোকে এই উরুগুইয়ান স্ট্রাইকার বলেন, ‘সবকিছুর জন্য দায়টা আমাদেরই নিতে হবে। আমরাই এটা (শিরোপা হাতছাড়া) হতে দিয়েছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন